‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রতি পরিচালক আরিফের শ্রদ্ধা

আপডেট: October 26, 2023 |
boishakhinews 58
print news

 

আরিফুর জামান আরিফ পরিচালিত চলচ্চিত্র ‘যন্ত্রণা’ মুক্তি পাওয়ার কথা ছিল আগামীকাল শুক্রবার। সেভাবে প্রস্তুতিও নিয়েছিলেন সংশ্লিষ্টরা। কিন্তু মুক্তির আগের দিন এসে জানা গেল, পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তির তারিখ।

ছবিটির পরিচালক আরিফুর জামান আরিফ জানান, গত ১৩ অক্টোবর মুক্তি পাওয়া ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা মুক্তির তারিখ পরিবর্তন করেছেন।

তিনি বলেন, ‘আমরা সব রকম প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু শেষ মুহূর্তে সেটা পরিবর্তন করেছি। আমাদের কাছে মনে হয়েছে মুজিব: একটি জাতির রূপকার সিনেমাটি সবার দেখা দরকার। এই সময়ে সিনেমা হলে অন্য সিনেমা না চালানোই উত্তম।

তাই আপাতত পিছিয়ে দিয়েছি।’
তবে কবে নাগাদ মুক্তি পাবে সেই বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবেন তারা। যন্ত্রণা সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ, সায়মা স্মৃতি ও মানসী প্রকৃতি।

এদিকে গত ২০ অক্টোবর মুক্তি পাওয়ার কথা ছিল অরুণা বিশ্বাস পরিচালিত প্রথম সিনেমা ‘অসম্ভব’।

 

একই কারণে তারাও মুক্তি দেওয়া থেকে পিছিয়ে আসে। ছবিটি আগামী ৩ নভেম্বর মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। এই ছবিতে অভিনয় করেছেন সোহানা সাবা, গাবী আবদুন নূর, স্বাগতা, অরুণা বিশ্বাসসহ অনেকে।

Share Now

এই বিভাগের আরও খবর