আইসিসির সেরা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের নাহিদা আক্তার

আপডেট: November 7, 2023 |
boishakhinews 31
print news

 

আইসিসি অক্টোবর মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে থাকা খেলোয়াড়দের নাম প্রকাশ করেছে। যেখানে মেয়েদের ক্রিকেটে জায়গা পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। তার সঙ্গে এই তালিকায় আছেন নিউজিল্যান্ডের এমিলিয়া কের ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথুজ।

নাহিদা গত মাসের শেষে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেন।

তিন ম্যাচের সিরিজে নেন ৮ উইকেট। যেখানে এক ম্যাচে ৮ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বোলিং পরিসংখ্যান নিজের করে নেন তিনি। পরের দুই ম্যাচে আরো ৩ উইকেট পান।
নাহিদার সঙ্গে মনোনয়ন পাওয়া ম্যাথুজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে দারুণ ব্যাটিং করেন।

প্রথম ম্যাচে ৯৯ রানের অপরাজিত ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে আরো বিধ্বংসী ব্যাটিংয়ে করেন ১৩২ রান। শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৭৯ রান। বল হাতে নেন ৩ উইকেট।
দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দারুণ খেলে মাসসেরার দৌড়ে নাম লিখিয়েছেন এমিলিয়া।

শেষ ওয়ানডেতে অপরাজিত সেঞ্চুরির পাশাপাশি ২ উইকেট নিয়েছিলেন এই কিউই অলরাউন্ডার। এরপর টি-টোয়েন্টি সিরিজে ৭০ ও ৬১ রানের দুটি ইনিংস খেলেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর