ম্যাথুসের ভাই শ্রীলঙ্কায় গেলে সাকিবকে পাথর মারার হুমকি দিল

আপডেট: November 8, 2023 |
boishakhinews 41
print news

 

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ বিতর্কে এবার যুক্ত হলেন তাঁর ভাই ট্রেভিন ম্যাথুস। শ্রীলঙ্কায় সাকিব আল হাসানকে পাথর মারার হুমকি দেন তিনি। ট্রেভিন ক্লাব পর্যায়ে ক্রিকেট খেলেছেন। ভারতীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা খুবই হতাশ।
বাংলাদেশ অধিনায়কের কোনো ক্রীড়ানুরাগী মনোভাব নেই এবং ভদ্রলোকের খেলায় মানবতা দেখায়নি। আমরা কখনোই তার কাছ থেকে বা দলের বাকি সদস্যদের কাছে এমনটা আশা করিনি।’
এর পরই সাকিবের প্রতি নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রেভিন, ‘সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না। যদি সে এখানে কোনো আন্তর্জাতিক বা এলপিএল ম্যাচ খেলতে আসে, তাহলে তাকে পাথর ছুড়ে মারা হবে কিংবা ভক্তদের রোষানলে পড়তে হবে।

সেদিন ম্যাচ শেষে ম্যাথুস জানিয়েছিলেন, তাঁর কোনো ভুল ছিল না। তাঁর ভাই ট্রেভিনেরও একই ধারণা, ‘অ্যাঞ্জেলো নির্ধারিত সময়ে তার ক্রিজের মধ্যে ছিল, তবে হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার দোষ তার না।’

এমনিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই কয়েক বছর ধরে মাঠে উত্তাপ ছড়িয়ে আসছিল। সেদিন দিল্লিতে ম্যাথুসের টাইমড আউট ঘটনার পর বাংলাদেশ দলের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা।
ভবিষ্যতে দুই দলের লড়াই যে আরো উত্তেজনা ছড়াবে, বলার অপেক্ষা রাখে না।

Share Now

এই বিভাগের আরও খবর