ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট: November 14, 2023 |
inbound3401625280045289957
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এ এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন” সকাল ৯ টায় ফরিদপুর ডায়াবেটিস সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর নেতৃত্বে র‌্যালীটি ডায়াবেটিস এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গন হতে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে সকাল ৯-৩০ মিনিটে ডায়াবেটিস এসোসিয়েশন মেডিকেল কলেজ ভবন নং ২, লেকচার হল-৩, নবম তলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিস সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মোঃ শাহজাহান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা।

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ আ.স.স. জাহাঙ্গীর চৌধুরী টিটো, অধ্যাপক এম. এ. সামাদ, ডাঃ মোঃ মোসলেম উদ্দিন, অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা প্রমূখ।

ডায়াবেটিস বিষয়ে সচেতনতামূলক মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ খলিফা মাহমুদ ওয়ালিদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডায়াবেটিস এসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মারজানুল হক ও ডাঃ সানজানা আহমেদ।

দিবসটি উদযাপন উপলক্ষে জনগনকে সচেতন করতে পোষ্টার লাগানো, লিফলেট বিতরন, মাইকিং ইত্যাদি করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর