বরগুনায় নারীর কাছ থেকে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট: November 14, 2023 |
inbound1104688626152123610
print news

বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় নারী মাদক কারবারির নিকট থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে বরগুনা জেলা গোয়েন্দা শাখা ডিবি।

আটক কৃতরা হলেন তাসলিমা ওরফে রানী এবং সাগর। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

পুলিশ সুত্রে জানায় মঙ্গলবার বিকেল ৫টার সময় বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া ষ্ট্যান্ড থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগর নামক এক মাদক বিক্রেতার কাছ থেকে ৪০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

আটককৃত সাগরের বাড়ি বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া গ্রামে। সাগরের বাবার নাম নজরুল ইসলাম বাদশা এবং পালিত পিতার নাম মোঃ রিপন।

সাগর বরগুনা সদর উপজেলার ৫ নং আয়লা পাতাকাটা ইউনিয়নের বধু ঠাকুরানী গ্রামে নানা এবিএম সিদ্দিকের বাড়িতে থেকে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে।

অন্য এক অভিযানে একই ইউনিয়নের জাকিরতবক গ্রামে অভিযান বিকেল সাড়ে ৫টায় অভিযান চালিয়ে নারী মাদক কারবারি তাসলিমা ওরফে রানী কে ৩১০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা সহ আটক করে।

আটক কৃত তাসলিমা ওরফে রানী জাকির তবক গ্রামের বাদল ফরাজির স্ত্রী।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ বশির আলম বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলার প্রস্তুতি চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর