৬০ সেকেন্ডের ক্রিকেট দিয়ে বিশ্বকাপের উদ্বোধন
৬০ সেকেন্ডের ক্রিকেট দিয়ে বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ সময় বুধবার ১০টা থেকে বাকিংহাম প্যালেসের বিপরীতে অবস্থিত দ্য মলে হয় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান।
এই অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ, ক্রিকেট উপস্থাপক শিবানি দান্দেকার ও প্যাডি ম্যাকগিনেস। প্রথমেই ইংলিশ গায়ক জন নিউম্যান ‘ফিল দ্য লাভ’ গান নিয়ে মঞ্চে আসেন। এরপর শুরু হয় ‘৬০ সেকেন্ড চ্যালেঞ্জ’। যেখানে বিশ্বকাপে অংশ নেয়া ১০ দেশের দুইজন করে মোট ২০ জন প্রতিনিধি ৬০ সেকেন্ডের স্ট্রিট ক্রিকেটে অংশ নেন।
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ডেভিড বুন ছিলেন এই স্ট্রিট ক্রিকেটের আম্পায়ার। সেখানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন স্পিনার আব্দুর রাজ্জাক ও অভিনেত্রী জয়া আহসান।
৬০ সেকেন্ড স্ট্রিট ক্রিকেটে আফগানিস্তান ৫২ রান, শ্রীলঙ্কা ৪৩ রান, ওয়েস্ট ইন্ডিজ ৪৭ রান, বাংলাদেশ ২২ রান, পাকিস্তান ৩৮ রান, অস্ট্রেলিয়া ৬৯ রান, নিউজিল্যান্ড ৩২ রান, দক্ষিণ আফ্রিকা ৪৮ রান, ভারত ১৯ রান ও ইংল্যান্ড ৭৪ রান করে।