উন্নয়নের ধারা অব্যহত রাখতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে: হুইপ স্বপন

আপডেট: November 15, 2023 |
inbound434756763810954429
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, যদি কেউ এক-এগারো করার দুঃস্বপ্ন দেখছেন বা অবৈধ পন্থায় ক্ষমতা দখলের চেষ্টা করবেন তারা সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী দেশের প্রচলিত আইনে দণ্ডিত হবেন।

উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারও নৌকা ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে।

আক্কেলপুর ফজরউদ্দিন (এফইউ) সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ গণসংলাপ অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

হুইপ স্বপন আরও বলেন, যদি কোন বিদেশি নাগরিক অসাংবিধানিক পন্থায় দেশের ক্ষমতা রদবদলের চেষ্টা করে, তার বিরুদ্ধেও দেশের যেকোন নাগরিক সংক্ষুদ্ধ হয়ে মামলা করলে সেই ব্যক্তিও মৃত্যুদণ্ডে দণ্ডিত হবার মতো শাস্তিযোগ্য অপরাধের আমলে আসবেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন – আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সহ সভাপতি আব্দুর রহিম স্বাধীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজিবর রহমান , আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম আকন্দ, পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর