বগুড়ায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ০৪

আপডেট: December 4, 2023 |
inbound7389682529912145613
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া সদর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের গোকুল হল বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নীলফামারী জেলার সৈয়দপুর থানার কাচারীপাড়া এলাকার মৃত- বাবু মামুদপর ছেলে মোঃ জয়নাল মিয়া (৫৪), কুমিল্লা জেলার দাউদকান্দি থানার কানরা এলাকার আসাদ মুন্সির ছেলে মোঃ মাসুদ মিয়া (৪১), কুমিল্লা সদর থানার মথুরাপুর উত্তরপাড়ার জামাল মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ আল মাছরুল (১৯) এবং রংপুর জেলার পীরগঞ্জ থানার শেরপুর এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ হাসান আলী (৩৬)।

শনিবার রাত্রি ৯ ঘটিকার সময় বগুড়া সদর থানার গোকুল হলবন্দর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব।

রবিবার দুপুরে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার, পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব-১২, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা হইতে রংপুরগামী একটি প্রাইভেট কারে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে আসিতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ২ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ২১.০০ ঘটিকার সময় র‌্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ও সদর কোম্পানী সিরাজগঞ্জ এর যৌথ অভিযানে বগুড়া জেলার সদর থানার গোকুল উত্তরপাড়া হলবন্দর গ্রামস্থ সবুজ নার্সারীর সামনে রংপুর-বগুড়া মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা, একটি প্রাইভেট কার, তিনটি মোবাইল, তিনটি সীম ও নগদ ২০০০ টাকা টাকাসহ গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার,কমান্ডার মীর মনির হোসেন আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর