প্রধানমন্ত্রীকে কটূক্তির মামলায় আদম তমিজী গ্রেপ্তার

আপডেট: December 10, 2023 |
Boishakhinews24 8
print news

রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় ব্যবসায়ী আদম তমিজী হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি )প্রধান হারুন অর রশিদ।

তিনি বলেছেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। দেশের পাসপোর্ট পোড়ানোসহ নানা রকম কটূক্তি তিনি ইচ্ছে করে করেছেন নাকি মানসিক ভারসাম্যহীনতায় করেছেন তা বোঝার চেষ্টা চলবে। যদি মানসিক ভারসাম্যহীন থাকেন, তাহলে দরকারে তাঁকে চিকিৎসা করিয়ে এনে আবার আইনের আওতায় আনা হবে।’

এর আগে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাড়ি থেকে আদম তমিজীকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। প্রায় ১৫ দিন স্বেচ্ছায় গৃহবন্দী থাকা হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে তখন জানিয়েছিল ডিবি।

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই ব্যবসায়ীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। গত ১৬ নভেম্বর রাত ৯টার দিকে তমিজী হকের বাসায় অভিযান শুরু করে র‍্যাব-১-এর একটি দল। মধ্যরাতের পর পর্যন্ত চলে এই অভিযান।

আদম তমিজী হক ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে এসে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এরপর তাঁকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর