ফরিদপুরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে যৌথ অভিযান


তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে আজ ফরিদপুর জেলা ভোক্ত অধিদপ্তর ও জেলা প্রশাসন কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
সোমবার (১১ডিসেম্বর) ফরিদপুর সদর উপজেলার মোমিনখার হাটে মুড়িকাটা পেঁয়াজের কৃষক পর্যায়ের আড়তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ-উল-মাহমুদ এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ এর নেতৃত্বে দুপুর ১২ টা হতে ২ পর্যন্ত এ অভিযান চলে। এতে পেঁয়াজের দাম কমে মন প্রতি ৭০০-৮০০ টাকা।
মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্য তালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১০০০ টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
এসময় জনাব মোঃ মো: বজলুর রশিদ খান, জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং জেলা পুলিশের ২টি টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ভোক্তা অধিদপ্তর জানায়, অভিযানের খবরে আড়তে মন প্রতি পেঁয়াজ গতকাল ৪৬০০-৪৭০০ টাকা দরে বিক্রি হলেও আজ বিক্রি হয় ৩৮০০-৩৯০০ টাকা। যা গতকালকের তুলনায় মন প্রতি ৭০০-৮০০ টাকা কম।
কেজি প্রতি নতুন পেঁয়াজ পাইকারি ৯০-১০০ টাকা এবং খুচরা ১১০-১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানায়, আজ হাজী শরীয়তউল্লাহ বাজারে পুরাতন হালি পেঁয়াজের সরবরাহ অনেক কম যা প্রতি কেজি পাইকারি ১৩৫-১৪০ টাকা এবং খুচরা ১৫০-১৬০ টাকা এবং বিদেশী ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারে নতুন মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ অনেক বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।