বগুড়ায় ৪ লাখ ৮৩ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু

আপডেট: December 12, 2023 |
inbound5487711867392160755
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ৪ লাখ ৮৩ হাজার২১১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাসের শিশুর সংখ্যা ৫৬ ৬৭০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৫৪১ জন।

মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বগুড়া সদর উপজেলার চক আমল কমিউনিটি ক্লিনিকে এ ক্যাপসুল খাওয়ানো শুরু করে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

বগুড়া সদর উপজেলা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামির হোসেম মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: শফিউল আজম, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক,সদর ইউএনও ফিরোজা পারভীন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কড়মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবায়দা রওশন জাহান।

বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ শফিউল আজম জানান,জেলায় এবার ১০৯ টি ইউনিয়নের ৩২৭ টি ওয়ার্ডে ২ হাজার ৬১৬ টি অস্হায়ী কেন্দ্র, ও স্হায়ী ১১ টি কেন্দ, ৪ টি পৌরসভার ৩০ টি ওয়ার্ডের ২৪০ টি কেন্দ্রসহ মোট ২৮৬৭টি কেন্দ্রে ৪৮০ জন স্বেচ্ছাসেবক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবেন।

Share Now

এই বিভাগের আরও খবর