ছেলের সামনে বাবাকে পেটানো সেই পুলিশ কর্মকর্তা সাসপেন্ড

আপডেট: June 21, 2019 |

রাজশাহীর দুর্গাপুরে ছেলের সামনে বাবাকে পেটানো সেই এএসআই হাফিজকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। এর আগে তাকে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজ করা হয়।২০ হাজার টাকা ঘুষ দাবি করে না পেয়ে ছেলের সামনেই বাবাকে পেটান ওই পুলিশ কর্মকর্তা। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়। তদন্ত করেন, পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তদন্তে ঘটনার সত্যতা পেয়ে এএসআই হাফিজকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

উল্লেখ্য, স্ত্রীর দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে গত ১০ জুন সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আসাদুল ইসলামকে আটক করে দুর্গাপুর থানার এএসআই হাফিজ। পরে আসাদুলকে ছেড়ে দেবে মর্মে অনন্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইদুল ইসলামের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়। ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এএসআই হাফিজ বাঁশের লাঠি দিয়ে সাইদুলকে পেটান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

Share Now

এই বিভাগের আরও খবর