‘আইনের ফাঁক দিয়ে পালাতে পারবে না ডিআইজি মিজান’

আপডেট: June 23, 2019 |
print news

ডিআইজি মিজান যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে সেজন্য সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (২২ জুন) সকালে রাজধানীর নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই প্রতিবেদন হাতে আসবে বলেও জানান তিনি।

তিনি বলেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা অফিসিয়ালি কাজ শুরু করে দিয়েছি। সে যেহেতু ডিআইজি তার কিছু ফরমালিটিস লাগে তা শেষ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর