মৌলভীবাজারে ট্রেন খাদে পড়ে নিহত ৫, আহত আড়াই শতাধিক

আপডেট: June 24, 2019 |
print news

সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন উপবন এক্সপ্রেস ব্রিজ ভেঙে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচজন  নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া, এ ঘটনায় বহু হতাহতের আশংকা করছে স্থানীয়রা। তবে এখন পর্যন্ত ২৫০ জন আহত হওয়ার খবর নিশ্চিত।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

রাত পৌনে ২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানিয়েছেন, এ দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং আড়াই শতাধিক যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে,  ব্রিজ ভেঙে ট্রেনের পেছনের ৫টি বগি ছিটকে নিচের জমিতে পড়ে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উদয় কুশল সিংহ এতথ্য নিশ্চিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর