টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট: December 27, 2023 |
inbound5365341929775600184
print news

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ জয়ের সুখস্মৃতি নিয়ে টি-টোয়েন্টি সিরিজের লড়াইয়ে নামছে বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

গত শনিবার সাদা বলের সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে প্রথম জয় পায়। এরআগে, কিউই মুলুকে লাল বলের ক্রিকেটেও এসেছিল জয়। টি-টোয়েন্টিতে এখনো জয়শূন্য বাংলাদেশ। বৃত্ত পূরনের পালায় নেপিয়ারে এবার আত্মবিশ্বাসী সফরকারীরা।

বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ওয়ানডেতে দাপুটে ফর্ম দেখানোয় টি-টোয়েন্টি একাদশে ফিরেছেন সৌম্য সরকার। বাংলাদেশ খেলবে তিনজন পেসার নিয়ে।

নিউজিল্যান্ডের মাটিতে ২০১০ থেকে গত বছর পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কোনোটিতেই জিততে পারেনি টাইগাররা। যার মধ্যে কিউইদের বিপক্ষেই ৯টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম

Share Now

এই বিভাগের আরও খবর