ক্রিকেটার ঋষভের সঙ্গে প্রতারণা করে গ্রেফতার হল মৃণাঙ্ক

আপডেট: December 28, 2023 |
boishakhinews 2
print news

 

অবশেষে আটক হয়েছেন মৃণাঙ্ক সিং। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্তের সঙ্গে জালিয়াতি, বিভিন্ন বিলাসবহুল হোটেলে থেকে সেখানকার বিল না দেওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এ জন্য তাঁকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।

ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ঘড়ি কেনার নামে ঋষভের সঙ্গে প্রতরণা করেন মৃণাঙ্ক।

তিনি ঋষভকে বলেছিলেন, তিনি দামি ঘড়ি ও গয়না বেচাকেনা করেন। তাঁকে বিশ্বাস করে ঋষভ নিজের একটি ঘড়ি বিক্রি করে দেন। ঋষভকে ঘড়ির মূল্য বাবদ ১.৬ কোটি রুপির চেক দিয়েছিলেন তিনি। তবে সেই অ্যাকাউন্টে টাকা না থাকায় প্রতারণার শিকার হন ঋষভ।

দিল্লি পুলিশ জানিয়েছে, ২৫ বছর বয়সী এই তরুণ নিজেকে আইপিএল খেলা সাবেক ক্রিকেটার দাবি করে বিলাসবহুল জীবন যাপন করতেন। নামিদামি হোটেলে থেকে মডেলদের সঙ্গে পার্টি করতেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেম শেয়ার করে অন্যদের আকৃষ্ট করতেন। বান্ধবীদের নিয়ে বিদেশ ভ্রমণও ছিল নিয়মিত। সেভাবেই দিল্লি থেকে হংকংয়ের বিমান ধরার সময় তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি রবিকান্ত কুমার বলেছেন, ‘২০২২ সালে তাজ প্যালেস হোটেলে গিয়ে মৃণাঙ্ক বলেছিল ও একজন নামি ক্রিকেটার এবং আইপিএল খেলেছে। সেখানে এক সপ্তাহ থেকেছিল এবং ৫.৬ লক্ষ রুপি বিল হয়েছিল। হোটেল ছাড়ার সময় জানিয়েছিল, ওর স্পন্সর আমেরিকার একটি সংস্থা, তারা বিল মিটিয়ে দেবে। নিজের ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ডের তথ্যও দিয়েছিল সে। কিন্তু পুরোটাই ভুয়া।


দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মৃণাঙ্ক। এরপর রাজস্থানের একটি কলেজ থেকে এমবিএ করেন। হরিয়ানার হয়ে ২০২১ সালে রঞ্জি ট্রফি খেলেছেন। ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন বলে দাবি করেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর