মহামান্য রাষ্ট্রপতির নিকট বরগুনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত


বরগুনা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও শিক্ষা কারিকুলাম পরিবর্তনের সহ বিভিন্ন দাবিতে
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা শাখার উদ্যোগে টাউন হল চত্বর থেকে একটি গন মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হলে শিল্পকলা একাডেমির সামনে পুলিশ বাধা দিয়ে ছত্রভঙ্গ কর দেয়।
পরে জেলা শাখার সভাপতি মুক্তি ওমর ফারুক জিহাদী, সাধারণ সম্পাদ মাওলানা মোঃ আব্দুশ শাকুর, সাংগঠনিক সম্পাদক গোলাম হায়দার স্বপন নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতির নিকট বরগুনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
তাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান ও শিক্ষা কারুকুলমের পরিবর্তন আনতে হবে।
তারা বলেন প্রধান রাজনৈতিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জামাতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কে বাইরে রেখে দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।