২০২৩ সালে মানুষের মন মাতালো যেসব হলিউড তারকারা

আপডেট: December 29, 2023 |
boishakhinews 12
print news

শেষ হতে চলেছে ২০২৩ সাল। প্রতিবছরের ন্যায় এ বছরও বিনোদন অঙ্গনে এসেছে অসংখ্য দর্শকপ্রিয় কাজ, যা সাড়া ফেলেছে বিনোদনপ্রেমীদের মাঝে। পরিচিত ও প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি অনেক নতুন তারকাও নিজেদের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন এ বছর। নিজেদের কাজের মাধ্যমে জানান দিয়েছেন, আগামীতে তাদের প্রতিও বিশেষ নজর রাখতেই হবে।

কারণ আগামীর মঞ্চে তারাই রাজত্ব করতে চলেছেন। এ বছর দ্যুতি ছড়ানো হলিউডের এমন কিছু তারকাকে নিয়েই আজকের এই প্রতিবেদন যারা আগামী বছরও নিজেদের অভিনয়ের দ্যুতি ছড়াতে যাচ্ছেন।
হলিউডে দ্যুতি ছড়িয়েছেন যারা –

 

টিমোথি চালামেট : বছরের শেষভাগে মুক্তি পায় টিমোথির প্রত্যাশিত চলচ্চিত্র ‘ওয়ানকা।’ সিনেমাটি বক্স অফিসেও ভাল সাড়া পেয়েছে।

২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডুন’ দিয়েই সর্বাধিক আলোচনায় আসেন এই অভিনেতা। আগামী বছর তাকে দেখা যাবে ডুন-এর দ্বিতীয় কিস্তিতে। হলিউডে সামনের বছরগুলোতে প্রথম সারির একজন অভিনেতা হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করতে চলেছেন টিমোথি তা আর বলার অপেক্ষা রাখে না।

হল বেইলি
হল বেইলি : মার্কিন অভিনেত্রী ও গায়িকা হল বেইলি এ বছর ডিজনির রোমান্টিক ফ্যান্টাসি মিউজিক্যাল ফিল্ম ‘দ্য লিটল মারমেইড’-এ এরিয়েলের ভূমিকার জন্য সর্বাধিক আলোচনায় উঠে আসেন।

অভিনয়ের পাশাপাশি গানের জগতেও খ্যাতির চূড়ায় হল বেইলি। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত পাঁচটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন তিনি। আগামীতে বিয়ন্সের জায়গায় তাকেই দেখতে পাচ্ছে অনুরাগীরা। হলিউডেও নিজের শক্তিশালী অবস্থান গড়তে চলেছেন বেইলি।
1
বেলা রামসে
বেলা রামসে : সর্বকালের সেরা টিভি সিরিজ খ্যাত গেম অফ থ্রোনস দিয়ে দর্শকদের নজর কাড়েন অভিনেত্রী বেলা রামসে।

তবে এ বছরটা তাঁর ক্যারিয়ারের মোড় নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য লাস্ট অফ আস’ সিরিজটি দিয়ে এখন খ্যাতির চূড়ায় এই অভিনেত্রী। সিরিজটির দ্বিতীয় সিজন আসছে। এই মুহূর্তে বেশ কিছু টিভি সিরিজ ও চলচ্চিত্রের প্রস্তাব রয়েছে বেলার হাতে। আগামীতে হলিউডের অন্যতম এক আইকন হতে চলেছেন বেলা, সেটা অনুমান করাই যাচ্ছে।

ক্যাথরিন নিউটন
ক্যাথরিন নিউটন : ২৬ বছর বয়সে বড় পর্দায় আত্মপ্রকাশ করার পরে, ক্যাথরিন নিউটনকে একজন আগামীর উঠতি তারকাদের একজন হিসাবে বিবেচনা করা হচ্ছে। আগামীতে হলিউড শাসন করার জন্য প্রস্তুত ক্যাথরিন নিউটন। ‘ক্যাসি ল্যাং’ অভিনেত্রী ‘অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টুম্যানিয়া’তে অভিনয় করে এ বছর খ্যাতির চূড়ায় পৌঁছেছেন। ভবিষ্যতে মার্ভেলের একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী হতে চলেছেন ক্যাথরিন তা বলাই বাহুল্য।

জেরেমি পোপ
জেরেমি পোপ : ড্রামা ফিল্মে সেরা অভিনেতার জন্য ২০২৩ সালের গোল্ডেন গ্লোব মনোনয়নের মাধ্যমে জেরেমি পোপের ক্যারিয়ার একটি নতুন মোড় নিয়েছে। এ২৪-এর ‘দ্য ইন্সপেকশন’ ও নেটফ্লিক্সে রায়ান মারফির ‘হলিউড’ দিয়ে জনপ্রিয়তা পান জেরেমি। দর্শক হৃদয় জয় করা এই মার্কিন অভিনেতা ও গায়ক ইতোমধ্যে টনি, এমি, গ্র্যামি এবং গোল্ডেন গ্লোব মনোনীত একজন অভিনেতা। আগামীতে জেরেমি পোপ বেশ শক্ত জায়গা তৈরি করতে যাচ্ছে হলিউডে।

এছাড়াও এ বছর ‘দ্য আইডল’ টিভি সিরিজ দিয়ে বেশ আলোচনায় ছিলেন জনি ডেপের কন্যা লিলি রোজ ডেপ। অভিনয়ের পাশাপাশি তিনি একজন ফ্যাশন মডেলও। নতুনদের তালিকায় অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন ‘দ্য আইডল’-এর আরেক অভিনেত্রী রাচেল সেনট। ‘শিভা বেবি’ এবং ‘বডিস বডিস বডিস’ দিয়ে ইতোমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। সামনে তাঁর হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। এ বছর আরো নজর কেড়েছেন শীলা আতিম। ‘দ্য ওমেন কিং’ এবং ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস’-এ দেখা গেছে তাকে। মার্ভেলের আগামী দিনের একজন গুরুত্বপূর্ণ অভিনেত্রী হতে চলেছেন তিনি তা অনুমান করাই যায়। এছাড়াও অস্কারজয়ী চলচ্চিত্র ‘এভরিথিং এভরিহয়্যার অল এট ওয়ানস’ এর অভিনেত্রী স্টেফানি হু এ বছর ‘পোকার ফেস’ ও ‘আমেরিকান বর্ন চাইনিজ’ দিয়ে বেশ আলোচনায় ছিলেন। আগামীতেও তিনিও হলিউডের উঠতি তারকা হিসেবে বড় প্রতিদ্বন্দ্বিতা করবেন নিঃসন্দেহে।

Share Now

এই বিভাগের আরও খবর