বাংলাদেশের পেসারদের প্রশংসা করলেন কিউই কোচ গ্যারি স্টিড

আপডেট: December 30, 2023 |
boishakhinews 14
print news

 

নিউজিল্যান্ড সফরে এবার তাদের দেশে কিউইদের প্রথমবার ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। সাফল্য এসেছে টি-টোয়েন্টিতেও। এই সংস্করণে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় দেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এমন সাফল্যে বাংলাদেশের পেসারদের প্রশংসায় ভাসালেন কিউই হেড কোচ গ্যারি স্টিড।

আগামীকাল তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে আজ সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্টিড বলেন, ‘বাংলাদেশের পেসাররা এখন বিশ্বের সব জায়গায় ভালো করছে। বিশ্বক্রিকেটের জন্য এটা রোমাঞ্চকর। তারা যেকোনো জায়গায় গিয়ে আপসেট ঘটাতে পারে। আমরা তাদের মোটেও হালকাভাবে নিইনি।

তারা আমাদের চেয়ে ভালো খেলেছে।’
স্টিডের এমন কথার কারণও আছে। নিউজিল্যান্ড সফরে এবার নতুন বলে অপ্রতিরোধ্য শরিফুল ইসলাম। ৩ ওয়ানডেতে ৬ উইকেট নেওয়া এই পেসার টি-টোয়েন্টিতে দুই ম্যাচে ৬ ওভার বল করে নেন ৪ উইকেট।

শুরুর দিকে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলছেন শরিফুল। মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিবরাও বল হাতে দলের প্রয়োজন মেটাচ্ছেন।
বাংলাদেশের পেসারদের এমন সাফল্যে সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের অবদান দেখছেন স্টিড, ‘বাংলাদেশের কোচরা তাদের গ্লোবাল পারসপেক্টিভ থেকে তৈরি করছে। অ্যালান ডোনাল্ড তাদের বোলিং ইউনিট নিয়ে কাজ করেছে। আমরা দেখলাম এবার নিউজিল্যান্ডে ওরা বোলিংয়ের দিক থেকে আরো শাণিত হয়ে এসেছে।

Share Now

এই বিভাগের আরও খবর