ক্রিকইনফোর বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশের নাহিদা

আপডেট: December 30, 2023 |
boishakhinews 15
print news

 

ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো তাদের বিবেচনায় ২০২৩ সালের ছেলে ও মেয়েদের বিভিন্ন ফরম্যাটের বর্ষসেরা দল ঘোষণা করেছে। ছেলেদের তিন ফরম্যাটের কোন দলেই জায়গা পাননি বাংলাদেশের কোন ক্রিকেটোর। তবে মেয়েদের ওয়ানডে দলে আছেন বাংলাদেশের নাহিদা আক্তার। বছর জুড়েই ভাল খেলা এই স্পিনার গত নভেম্বরে আইসিসির মাসসেরা ক্রিকেটারও হয়েছিলেন।

ছেলেদের বর্ষসেরা টেস্ট ক্রিকেট দল : উসমান খাজা, ট্রাভিস হেড, কেইন উইলিয়ামসন, জো রুট, হ্যারি ব্রুক, টম ব্লান্ডেল, রবীন্দ্র জাদেজা, রবীচন্দন অশ্বীন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও স্টুয়ার্ট ব্রড।

ছেলেদের বর্ষসেরা ওয়ানডে দল : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, ট্রাভিস হেড, ড্যারিল মিচেল, হেনরিক ক্লাসেন, মার্কো ইয়ানসেন, মোহাম্মদ সামি, অ্যাডাম জাম্পা, জাসপ্রিত বুমরাহ ও কুলদীপ যাদব।

ছেলেদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল : যশম্বী জয়সওয়াল, শুভমান গিল, ফাফ দু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েল, সূর্যকুমার যাদব, হেনরিক ক্লাসেন, সিকান্দর রাজা, ডেনিয়েল স্যামস, রশিদ খান, শাহীন আফ্রিদী ও নাথান এলিস।

মেয়েদের বর্ষসেরা ওয়ানডে দল : চামারি আতাপাত্তু, বেথ মুনি, সোফি ডেভিন, অ্যামেলিয়া কের, ন্যাট শিভার-ব্রান্ট, মারিয়েন ক্যাপ, অ্যাশলি গার্ডনার, এনাবেল সাদারল্যান্ড, নাডিন ডি ক্লার্ক, নাহিদা আক্তার ও লেয়া তাহুহু।

ক্রিকইনফো

 

Share Now

এই বিভাগের আরও খবর