লেগ স্পিনার তৈরি করতে হলে ম্যাচ খেলাতে হবে : হাবিবুল বাশার

আপডেট: December 30, 2023 |
boishakhinews 16
print news

 

আজ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণের ফাইনালের ফাঁকে বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন একপ্রকার অনুরোধের সুরে লেগ স্পিনারদের নিয়ে ধৈর্য ধরতে বলেছেন। ঘরোয়া লিগে লেগ স্পিনারদের দিকে যে বিসিবি বিশেষ নজর দিয়েছে সে কথাও জানালেন হাবিবুল, ‘আমি বিশ্বাস করি, শুধু অনুশীলন করে লেগ স্পিনার তৈরি করা খুব মুশকিল। লেগ স্পিনার তৈরি করতে হলে ম্যাচ খেলাতে হবে। সে জন্য আমরা একটা ম্যাচে (লেগ স্পিনার খেলানো) বাধ্যতামূলক করেছিলাম।

বাকিগুলোতে কোচ যদি মনে করেন, তাদের (লেগ স্পিনার) পারফরম্যান্স ভালো, তাহলে খেলাতে পারেন।’
এ ক্ষেত্রে নির্দিষ্ট দলের কোচ এবং অধিনায়কের ভূমিকাকে বড় করে দেখছেন হাবিবুল, ‘লেগ স্পিনারদের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটা খুব গুরুত্বপূর্ণ। সে ক্ষেত্রে আমাদের কোচ যারা আছেন ও অধিনায়কত্ব যারা করেন, তাদের সাহায্য লাগবে। আমরা যতোই চেষ্টা করি, তারা যদি সাহায্য না করেন, তাহলে লেগ স্পিনার উঠিয়ে আনা খুব কষ্ট হবে।

যেটুকু ম্যাচ তারা খেলেছে, আমি বলব না তারা খুব সফল। তবে আমার মনে হয়েছে, তারা যদি নিয়মিত খেলার সুযোগ পায়, প্রভাব ফেলতে পারবে।’
এবার বিসিএলের ওয়ানডে সংস্করণে চার দলে একজন করে লেগ স্পিনার ছিলেন। মধ্যাঞ্চলের হয়ে খেলেছেন ১৮ বছর বয়সী জেহাদুল হক জেহাদ। এই বিসিএল দিয়েই লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর।

২ ম্যাচে ৫ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন তিনি। উইকেট নিয়েছেন ২টি। পূর্বাঞ্চলের হয়ে খেলেছেন ২২ বছর বয়সী মেহেদি হাসান সোহাগ। এক ম্যাচ খেলে ৯ ওভার বোলিং করে ৬৬ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলা ২৪ বছর বয়সী বিপ্লব খেলেছেন উত্তরাঞ্চলের হয়ে। ২ ম্যাচ খেলে কোনো উইকেট পাননি তিনি। আর দক্ষিণাঞ্চলের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী দলের সদস্য ওয়াসি সিদ্দিকি।

Share Now

এই বিভাগের আরও খবর