বগুড়ায় ট্রাক চাপায় যুবক নিহত

আপডেট: December 31, 2023 |
inbound5209204832302208077
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে হাতে জায়নামাজ ও মাথায় টুপি দিয়ে ফজর নামাজের উদ্দেশ্য মসজিদে যাওয়ার পথে মাটিবাহী ট্রাক চাপায় নিহত হয়েছেন তারেক রহমান রাকিব (৩০) নামে এক যুবক।

৩১ ডিসেম্বর (রোববার) ভোর ৫টার দিকে উপজেকার ডোমনপুকুর থেকে মানিকদিপা গ্রামীণ সড়কের এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনায়নিহত তারেক রহমান রাকিব বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকার দুলাল হোসেন ছেলে।

তিনি ডোমনপুকুর খরনা হাটখোলা ব্যবসা করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, হাতে জায়নামাজ মাথায় টুপি নিয়ে ফজর নামাজের জন্য রাকিব বাড়ি থেকে মসজিদ যাওয়ার পথে কুয়াশায় রাস্তা দ্রুতগামী একটি মাটিবাহী অজ্ঞাত ট্রাক এসে ধাক্কা দিলে তারেক গুরুতর আহত হন।

স্থানীয় এলাকাবাসীর গুরুতর আহত অবস্হায় তারেককে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্হল পরিদর্শন করেছে পুলিশ।

তবে অজ্ঞাত ঘাতক ট্রাকটি এখনো আটক করা সম্ভব হয়নি।

Share Now

এই বিভাগের আরও খবর