জয়পুরহাটে ছাত্র দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিবাদ র্যালি


জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবাদ র্যালি করেছে জয়পুরহাট ছাত্র দলের নেতা কর্মীরা।
জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ্ কামাল রাসেলের তত্ত্বাবধানে সোমবার সকালে জয়পুরহাট স্টেশন চত্বর থেকে একটি প্রতিবাদ র্যালি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ র্যালীতে নেতৃত্ব দেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন।
এসময় ছাত্রনেতা তিতু, জাসেদ, আল আমিন, মুন্নাসহ জেলার বিভিন্ন পর্যায়ের ছাত্র দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশফাকুর রহমান পাপন বলেন, দেশ যখনই সংকটে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংকট উত্তরণে সর্বাগ্রে ভূমিকা পালন করেছে।
দেশের সকল আন্দোলনে জয়পুরহাট জেলা ছাত্র দলের ভূমিকা রয়েছে । তাই আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীনদের আহ্বান জানাই এই নির্বাচন বর্জন করে দেশের জনগণকে বাঁচাতে হবে।