স্ত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যা করলেন অলিম্পিক জয়ী রোহান ডেনিস

আপডেট: January 1, 2024 |
boishakhinews
print news

২০২০ সালের অলিম্পিক গেমসে সাইক্লিস্টে ব্রোঞ্জপদক জিতেন মেলিসা। আর ২০১২ সালের অলিম্পিক গেমসে একই ইভেন্টে স্বর্ণপদক জিতেন রোহান ডেনিস।

অলিম্পিক গেমসে সাইক্লিস্ট ইভেন্টে পদকজয়ী এই দম্পত্তির দুই সন্তান রয়েছে। ২৫ ডিসেম্বর ক্রিসমাস ট্রি-র সামনে স্ত্রীর সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে রোহান ক্যাপশনে লিখেন- ‘আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা।’

অথচ এমন স্ট্যাটাসের এক সপ্তাহ না যেতেই স্ত্রীকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ৩৩ বছর বয়সি রোহানের বিরুদ্ধে। যে কারণে তাকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ।

ঘটনার পরে রোহানের স্ত্রী মেলিসাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর চোট পাওয়া মেলিসা কিছুক্ষণের মধ্যেই মারা যান। দক্ষিণ অস্ট্রেলিয়ার মেডিন্ডি শহরে এ ঘটনা ঘটেছে।

রোহান ডেনিসের এক প্রতিবেশী জানিয়েছেন, মাত্র এক সপ্তাহ আগে তারা এই এলাকার একটি বাড়িতে এসেছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর