বছরের প্রথম দিনে তারকারা যা যা করবে


দুটি গানে কণ্ঠ দেব আজ : কনা
রবিবার একটি শোতে পারফরম করতে খুলনা এসেছি। আজ [সোমবার] ঢাকায় ফিরব। ফিরেই প্রথমে একটি অডিওর গানে কণ্ঠ দেব। গানটির সুর ও সংগীত করেছেন নাজির মাহমুদ ভাই।
রাতে কণ্ঠ দেব একটি চলচ্চিত্রের গানে। ছবিতে অভিনয় করেছেন অনিক রহমান অভি ও সিমলা। নির্মাতার নাম আমার মনে নেই। অভিই আমার সঙ্গে যোগাযোগ করেছেন।
বছরের প্রথম দিনটা কর্মব্যস্ততায় কাটবে। আশা করছি পুরো বছরটাই এমন ব্যস্ততার মধ্যে পার করতে পারব। আমার সঙ্গে অন্যরাও নিজেদের কাজে ব্যস্ত থাকুন, সফলতা পান—এটাই চাওয়া।
সিঙ্গাপুরে শুটিং করছি : হিমি
দশ দিন ধরে সিঙ্গাপুরে নাটকের শুটিং করছি।এর মধ্যে প্রীতি দত্ত ও হাসিব হোসেন রাখীর পরিচালনায় চারটি নাটকের শুটিং করেছি। আমার সঙ্গে নিলয় আলমগীর ছিলেন। আজ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন খায়রুল বাশার। আজকের নাটকটি পরিচালনা করছেন প্রীতি দত্ত। গল্প এবং চিত্রনাট্যও তাঁর।
এখনো নাম ঠিক হয়নি। আরো চার-পাঁচ দিন আমরা এখানে শুটিং করব। বলতে পারেন গত বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন আমার কাজের মধ্যেই কাটছে, তা-ও বাংলাদেশ থেকে দূরের দেশ সিঙ্গাপুরে।
সন্ধ্যায় রেকর্ডিং : কোনাল
বছরের প্রথম দিনটা দারুণ একটা গান রেকর্ডিং দিয়ে শুরু হতে যাচ্ছে। আমার অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধাভাজন গীতিকার আসিফ ইকবাল ভাইয়ের লেখা একটা গানে কণ্ঠ দেব আজ। সন্ধ্যায় বাপ্পা মজুমদার দাদার স্টুডিওতে হবে গানটির রেকর্ডিং। তবে সংগীত পরিচালক কে সেটা এখনই জানাতে চাই না। এটা নতুন বছরের প্রথম সারপ্রাইজ হিসেবে থাকুক। গানটি একটি অডিও কম্পানি থেকে আসবে। সেটাও ঘটা করে পরে জানাব। নতুন বছর সবার ভালো কাটবে—এই প্রত্যাশা রইল।
আজ আমি কোথাও যাব না : নুসরাত ফারিয়া
আজকে আমি কোনো কাজ হাতে রাখিনি। সারা দিন বাসাতেই থাকব। বলতে পারেন অবসর সময় কাটাব। বন্ধুবান্ধবদের সঙ্গেও বাইরে কোথাও যাব না। সামনে নতুন ছবির শুটিং। তখন টানা ব্যস্ত থাকতে হবে, তখন পরিবারকে সময় দিতে পারব না। এমনকি গতকাল বছরের শেষ দিনেও দারুণ ব্যস্ত ছিলাম। তাই বছরের প্রথম দিনটি আরামে কাটাতে বাসাতেই থাকব। পরিবারকেও সময় দেওয়া হলো।
মেয়েকে নিয়ে ঘুরব : নিপুণ আক্তার
আজ শোবিজের কোনো কাজ হাতে রাখিনি। ফেরদৌস ভাইকে আজ জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, বিকেল ৩টায় তিনি কলাবাগান মাঠে জনসভা করবেন। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে দুপুর ১টার মধ্যে সেখানে পৌঁছাব। এই একটা কাজই করব আজ। এরপর বাসায় ফিরে সন্ধ্যায় মেয়েকে নিয়ে বের হব। ইচ্ছা আছে ওকে নিয়ে বাইরের কোনো রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করব। সেখান থেকে বাসায়। নতুন বছরটা সবার ভালো যাক—এই শুভ কামনা রইল।
জয়কে নিয়ে ঘরে থাকব : অপু বিশ্বাস
বছরের প্রায় প্রতিটা দিনই আমি শুটিং কিংবা শোবিজের নানা কাজ নিয়ে ব্যস্ত থাকি। তবে গত কয়েক বছর ধরে প্রথম দিনটা সন্তান আব্রাম খান জয়কে নিয়ে কাটাই। এবারও ব্যতিক্রম হচ্ছে না। জয় আমার হাতের বারবিকিউ খুব পছন্দ করে। আজ সেটাই করব নিজ হাতে। সে আরো যা যা খেতে পছন্দ করে সেগুলোও নিজের হাতে রান্না করব। আজকের দিনে আমার যাঁরা শুভাকাঙ্ক্ষী আছেন এবং যাঁরা আমাকে পছন্দ করেন না তাঁদেরও শুভ কামনা জানাই। নতুন বছর সবার ভালো কাটুক।
.পরিবারের সঙ্গে থাকব : রোশান
‘অপারেশন জ্যাকপট’ ছবির শুটিং ছিল আজ। পরিচালক ও প্রযোজককে অনুরোধ করে শুটিং বন্ধ রেখেছি। বছরের প্রথম দিনটি পরিবারের সঙ্গে কাটাতে চাই। আমার কাছে পরিবারই সবার আগে। আজ স্ত্রী ও বাচ্চাকে নিয়ে সারা দিন ঘুরব। দুপুরে কোনো রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব। রাতের ডিনারও কোনো রেস্টুরেন্টে সারতে চাই। বাচ্চা এখনো ছোট, তাই সে তো কোনো আবদার করতে পারবে না, তবে বউ কোনো আবদার করলে সেটা রাখার চেষ্টা করব।