২০২৪ সালে বিশ্ববাসীর আকর্ষন বাড়াতে আসছে নতুন নতুন ক্রীড়া আয়োজনের পসরা

আপডেট: January 1, 2024 |
boishakhinews 7
print news

দেখতে দেখতে আরও একটি বছর আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। কালের পরিক্রমায় শুরু হয়েছে আরও একটি নতুন বছর ২০২৪। নতুন বছরে নতুন নতুন আসর আর আয়োজন পসরা সাজিয়ে বসে। ২০২৪ সালটি ক্রীড়া আয়োজনেও পসরা সাজিয়ে বসবে নিঃসন্দেহে।

অলিম্পিক গেমস, টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো আসরগুলো ক্রীড়াপ্রেমীদের লেপ্টে রাখবে টিভি স্ক্রিনের সাথে। উল্লাস-উচ্ছ্বাসে ভাসানোর পাশাপাশি মনও ভাঙবে অনেকের। তার আগে চলুন বাসার নতুন ক্যালেন্ডারের পাতায় দাগিয়ে রাখা যাক ২০২৪ সালের বড় বড় সব আয়োজনের দিন-তারিখ।

জানুয়ারি-২০২৪:

ফুটবল-
০১. এএফসি এশিয়ান কাপ (১২ জানুয়ারি- ১০ ফেব্রুয়ারি)।
০২. আফ্রিকান কাপ অব ন্যাশন্স (১৩ জানুয়ারি- ১১ ফেব্রুয়ারি)।

টেনিস-
০১. অস্ট্রেলিয়ান ওপেন (১১- ২৮ জানুয়ারি)।

ক্রিকেট-
০১. ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ (২৫ জানুয়ারি- ১১ মার্চ)।
০২. অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (১৩ জানুয়ারি- ৪ ফেব্রুয়ারি)।

অ্যাথলেটিকস-
০১. শীতকালিন যুব অলিম্পিক (১৯ জানুয়ারি- ২ ফেব্রুয়ারি)।

 

ফেব্রুয়ারি-২০২৪:

ক্রিকেট-
০১. নারী আইপিএল (ডব্লিউপিএল)- ২২ ফেব্রুয়ারি- ১৭ মার্চ।

সুইমিং-
০১. ওয়ার্ল্ড অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ (২-১৮ ফেব্রুয়ারি)।

টেবিল টেনিস-
০১. ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (১৬-২৫ ফেব্রুয়ারি)।

 

মার্চ-২০২৪:

ফর্মূলা ওয়ান-
০১. ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ (৮ মার্চ- ১২ ডিসেম্বর)

ক্রিকেট-
০১. বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।
০২. বাংলাদেশ-অস্ট্রেলিয়া (নারী) সিরিজ।
০৩. আইপিএল (২২ মার্চ- ২৬ মে)।

 

এপ্রিল-২০২৪:

ক্রিকেট-
০১. বাংলাদেশ-জিম্বাবুয়ে হোম সিরিজ।

দাবা-
০১. বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ (২-২৫ এপ্রিল)।

অ্যাথলেটিকস-
০১. ডায়মন্ড লিগ (২০ এপ্রিল)

ব্যাডমিন্টন-
০১. থমাস কাপ (২৭ এপ্রিল- ৫ মে)।

 

মে-২০২৪:

টেনিস-
০১. ফ্রেঞ্চ ওপেন (২০ মে- ৯ জুন)।

ফুটবল-
০১. এফএ কাপ ফাইনাল (২৫ মে)।

 

জুন-২০২৪:

ফুটবল:
০১. উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনাল (১ জুন)
০২. ইউরো (১৪ জুন- ১৪ জুলাই)
০৩. কোপা আমেরিকা (২০ জুন- ১৪ জুলাই)

ক্রিকেট-
০১. টি-টোয়েন্টি বিশ্বকাপ (৪-৩০ জুন)।

সাইক্লিং:
০১. ট্যুর ডি ফ্রান্স (২৯ জুন- ২১ জুলাই)।

 

জুলাই-২০২৪:

ক্রিকেট-
০১. আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ।

টেনিস-
০১. উইম্বলডন চ্যাম্পিয়নশিপ (১-১৪ জুলাই)।

গেমস-
০১. অলিম্পিক গেমস (২৬ জুলাই- ১১ আগস্ট)।

 

আগস্ট-২০২৪:

ক্রিকেট-
০১. বাংলাদেশের পাকিস্তান সফর।

ফুটবল-
০১. ইংলিশ প্রিমিয়ার লিগ শুরু (১৭ আগস্ট)।

টেনিস-
০১. ইউএস ওপেন (২৬ আগস্ট- ৮ সেপ্টেম্বর)।

গেমস:
০১. প্যারা অলিম্পিক (২৮ আগস্ট- ৮ সেপ্টেম্বর)।

ফুটবল-
০১. ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ (৩১ আগস্ট- ২২ সেপ্টেম্বর)।

 

সেপ্টেম্বর-২০২৪:

ক্রিকেট-
০১. আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (সেপ্টেম্বর-অক্টোবর), বাংলাদেশ।
০২. বাংলাদেশের ভারত সফর।

টেনিস-
০১. লেভার কাপ (২০-২২ সেপ্টেম্বর)।

 

অক্টোবর-২০২৪:

অ্যাথলেটিকস-
০১. সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ (৪-৬ অক্টোবর)।

ফুটবল-
০১. ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপ (১৬ অক্টোবর- ৩ নভেম্বর)।

 

নভেম্বর-২০২৪:

ক্রিকেট-
০১. বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর।

ভারোত্তোলন-
০১. বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ।

 

ডিসেম্বর-২০২৪:

ক্রিকেট-
০১. বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর।
০২. ভারতের অস্ট্রেলিয়া সফর।

Share Now

এই বিভাগের আরও খবর