কেন্দুয়ায় ছাত্রদলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
আপডেট: January 1, 2024
|


মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কেন্দুয়া পৌরশহরে বাংলাদেশ ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম, নির্যাতন ও আত্মীয়স্বজনদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কেন্দুয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে সোমবার বিকেলে কেন্দুয়া পৌর শহরের মেইন রোডে প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়।
একই সাথে ডামি নির্বাচন বর্জনের দাবীতেও জেলা বিএনপি নেতা, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালের নির্দেশনায় ছাত্র নেতারা বিক্ষোভ সমাবেশ করে।
এতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাফিন আহমেদ ভূঁইয়া ও পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবুল হাসনাত আরিফ সহ নেতাকর্মীরা।