রমজানে টিসিবি পণ্যের সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী


সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী রমজান পর্যন্ত প্রয়োজনীয় পণ্যের সংগ্রহ করেছে; তাই সে সময় নিত্যপণ্যের কোনও সংকট হবে না বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুরে জানুয়ারি মাসের টিসিবি’র ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে ডাল, চাল, তেলের বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। রমজানকে কেন্দ্র করে বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভয়ভীতি নয়; বরং বাজার ব্যবস্থাপনায় জড়িত সবাইকে সঙ্গে নিয়ে সহজে ও সুলভে বিভিন্ন পণ্য ভোক্তার কাছে পৌঁছে দিতে চাই। পাশাপাশি চালের বাজারেও ব্যবস্থাপনা দেখবো। সরবরাহ ব্যবস্থা যেন বাধাহীন হয়, সে পদক্ষেপ নেয়া হবে। যারা সৎভাবে ব্যবসা করবে, তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।
এছাড়া ২০ লাখ স্মার্ট কার্ড প্রস্তুত থাকার বিষয়টি জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, ন্যায্যমূল্যের দোকানের মতো করে আগাম বিক্রির ব্যবস্থা করা হবে, যাতে নিম্ন আয়ের সবাই সহজে কিনতে পারে। এছাড়া গার্মেন্টস শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
বরাবরের মতোই এবারও টিসিবি’র সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে ২০০ টাকায় দুই লিটার সয়াবিন তেল, ১২০ টাকায় ২ কেজি মসুর ডাল এবং ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারবেন ফ্যামিলি কার্ডধারীরা। তবে উদ্বোধনী অনুষ্ঠানে চিনি বিক্রি করা হলেও সার্বিকভাবে এ মাসে পেঁয়াজ ও চিনি বিক্রি করবে না বলে জানিয়েছে টিসিবি।