মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এর দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

আপডেট: January 18, 2024 |
boishakhinews24.net 16
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’টি ফার্মাসীকে ২০(বিশ)হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলাধীন মোকামতলা বাজার এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।

অভিযাক চলাকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফার্মাসিস্ট এর সনদ ও ড্রাগ লাইসেন্স না থাকায় মোকামতলা বাজারস্হ মায়ের দোয়া ফার্মাসীর স্বত্বাধিকারী মোস্তাফিজার রহমানকে ১০( দশ) হাজার ও মেসার্স বাদল কুমারকে ১০(দশ) হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ।

এসব ওষুধ সেবনে স্বাস্থ্য ঝুঁকিতে পরবে মানুষ। এছাড়া ফার্মসী পরিচালনা করতে হলে ফার্মাসিস্ট এর সনদ ও ড্রাগ লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আজ মোকামতলা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ড্রাগ আইন ১৯৪০ মোতাবেক জা,টি ফার্মাসীকে দশ হাজার করে মেট ২০ (বিশ) হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর