মাদকবিরোধী অভিযানে রাজধানীতে গ্রেপ্তার ৪৫

আপডেট: January 24, 2024 |
inbound4305279226727766784
print news

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৪৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে বুধবার (২৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ৩ হাজার ৭০১টি ইয়াবা ট্যাবলেট, ৯৩.৭ গ্রাম হেরোইন, ১১ কেজি ৯০২ গ্রাম গাঁজা ও ৭০ বোতল দেশি মদ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর