ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট

আপডেট: January 29, 2024 |

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। তবে গত বছরের মতো এই তালিকার শীর্ষে এ বছর নেই ইলন মাস্কের নাম। তাকে টপকে এই তালিকার শীর্ষে অবস্থান করছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট। প্রথম হতে না পারলেও তালিকার দ্বিতীয় স্থানে আছেন ইলন মাস্ক।

এনডিটিভি জনিয়েছে, গত সপ্তাহেই জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড মোয়েট হেনেসি লুই ভিটনের (এলভিএমএইচ) প্রধান আর্নল্টের মোট সম্পদের পরিমাণ টেসলার সিইও ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণকে ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে ফোর্বস।

এই তালিকায় মাস্কের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী মেটা প্রধান মার্ক জুকারবার্গ আছেন পঞ্চম অবস্থানে এবং অষ্টম স্থানে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকা অনুসারে, বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তি হলেন—
১. বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবার (২০৭.৬ বিলিয়ন ডলার)
২. ইলন মাস্ক (২০৪.৭ বিলিয়ন ডলার)
৩. জেফ বেজোস (১৮১.৩ বিলিয়ন ডলার)
৪. ল্যারি এলিসন (১৪২.২ বিলিয়ন ডলার)
৫. মার্ক জুকারবার্গ (১৩৯.১ বিলিয়ন ডলার)
৬. ওয়ারেন বাফেট (১২৭.২ বিলিয়ন ডলার)
৭. ল্যারি পেজ (১২৭.১ বিলিয়ন ডলার)
৮. বিল গেটস (১২২.৯ বিলিয়ন ডলার)
৯. সের্গেই ব্রিন (১২১.৭ বিলিয়ন ডলার)
১০. স্টিভ বলমার (১১৮.৮ বিলিয়ন ডলার)

Share Now

এই বিভাগের আরও খবর