ডিআইইউ‍‍`র ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ১৪-তম ব্যাচ

আপডেট: March 3, 2024 |
inbound4187597010869825270
print news

কালাম মুহাম্মদ, ডিআইইউ প্রতিনিধি: রাজধানীতে অবস্থিত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস সংলগ্ন মাঠে মনোমুগ্ধকর পরিবেশে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলায় ডে-১৬ তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডে-১৪ তম ব্যাচ।

খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ডে-১৪ তম ব্যাচ। ১০ ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ডে-১৬ ব্যাচ ৯৫ রান সংগ্রহ করে। ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ডে-১৪ ব্যাচ।

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. গণেশ চন্দ্র সাহা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সাজ্জাদ হোসেন শোভন সহ বিভাগের সকল শিক্ষকগণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেছেন এবং খেলা শেষে পুরস্কার বিতরণে শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে ড. গণেশ চন্দ্র সাহা সবার উদ্দেশ্যে বলেন, খেলায় জয় পরাজয় বড় কথা নয় খেলায় অংশগ্রহণ করায় বড় কথা। এধরণের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে ছাত্র ও শিক্ষক মধ্যে সম্প্রীতি বাড়বে।

আমরা ভবিষ্যতে এধরণের আরও টুর্নামেন্ট আয়োজনে ছাত্রদের সহযোগিতা করার বিষয়ে আশ্বস্ত করেছি।

Share Now

এই বিভাগের আরও খবর