কুষ্টিয়ার খোকসায় ফসলের সাথে শত্রুতা

আপডেট: March 13, 2024 |

আসাদুর রহমান,কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা দুর্বৃত্তরা এক তরুন সাংবাদিকের কলার ক্ষেতে হানা দিয়ে প্রায় অর্ধশত কাদি উঠতি কলা কেটে রেখে গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দিনগত রাতে উপজেলার খোকসা ইউািনয়নের হাসিমপুর গ্রামে তরুন সাংবাদিক নাহিদুজ্জান শয়নর ক্ষেতের ফসলের সাথে এই শত্রুতার ঘটনা ঘটানো হয়। বুধবার সকালে থানা পুলিশের একজন এসআই ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

নাহিদুজ্জামান শয়ন জানান, হাসিমপুর গ্রামে ৮ বিঘা জমিতে সম্প্রতি চাষ শুরু করেছেন। এর মধ্যে ৩ বিঘা জমিতে কলার আবাদ করেছেন। এই জমির ৮ শতাধিক গাছের মধ্যে প্রায় ১শ গাছে কলা ধরেছে।

যা অল্প সময়ের মধ্যে বাজারজাত করার হবে। কিন্তু দুর্বৃত্তরা এক রাতে তার ক্ষেতের প্রায় অর্ধশত গাছের কলাকেটে ফেলে রেখে গেছে। তিনি আরও জানান, জমির ফসল তছরুপের ঘটনায় তিনি শঙ্কিত হয়ে পরেছে।

বাঁকী কলার গাছ ও ফসল তছরুপ করা হতে পারে। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন।

সরেজমিন পরিদর্শনে যাওয়া খোকসা থানা পুলিশের এসআই কবিরের সাথে কথাবলার জন্য তার মুঠো ফোনে কল করা হয়। তিনি ফোন রিসিভ করেনি

Share Now

এই বিভাগের আরও খবর