ঈদের নাটক ইতি তোমার আমি নাটকে স্কুল ছাত্রের চরিত্রে মামুনুর রশীদ!

আপডেট: March 16, 2024 |
boishakhinews 69
print news

 

মাত্র স্কুলে ভর্তি হয়েছেন গুণী অভিনেতা মামুনুর রশীদ। নাতির হাত ধরে যাচ্ছেন স্কুলে। তার নাতিও আর কেউ না, সে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর পুত্র শৈশব রোদ্দুর শুদ্ধ। দুজন একসঙ্গে স্কুল যাচ্ছেন, ক্লাস করছেন এবং ফিরেও আসছেন।

এমন ঘটনা ঘটেছে নাটকে। ঈদের জন্য পরিচালক এজাজ মুন্না নির্মাণ করছেন নাটক ‘ইতি তোমার আমি’। নাটকটি রচনা করেছেন বরেণ্য নাট্যকার বৃন্দাবন দাস। এই নাটকে শুদ্ধর দাদার চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ।

যিনি চরিত্রের প্রয়োজেন তিনি স্কুলে যান নাতির হাত ধরে।
চরিত্রটি নিয়ে কালের কন্ঠের কথা হয় অভিনেতা মামুনুর রশীদের সঙ্গে। তিনি বলেন, ‘গ্রামের বড়লোক জোতদারের চরিত্রে অভিনয় করেছি। বয়সে প্রবীণ হলেও তার একটা মেয়েকে ভালো লাগে।

কিন্তু মেয়েটে একসময় জানায়, সে তো পড়ালেখা জানে না। তাকে সে ভালোবাসবে না। তাই সে নাতির হাত ধরে স্কুলে যায়।’
তিনি জানান সাত পর্বের এই নাটকটির শুটিং চলছে গাজিপুরের পূবাইলে। টানা কয়েকদিন সেখানেই চলবে শুটিং।

নাটকের কয়েকটি ছবি পোস্ট করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘দাদা-নাতি দুইজনই নাকি স্কুলে পড়ে ! দাদা মামুনুর রশীদ, নাতি শৈশব রোদ্দুর শুদ্ধ, প্রবল বন্ধুত্ব দুইজনের। শুদ্ধ’র টেলিভিশনে অভিনয় শুরু হলো বৃন্দাবনদার লেখা নাটক দিয়ে। দিব্য সৌম্য’র পর শুরু হলো শুদ্ধ’র যাত্রা। ওরা সবাই আপনাদের আশীর্বাদকামী।’

জানা যায়, আসছে ঈদুল ফিতরে নাটকটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর