পাবনায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুমারখালীতে মানববন্ধন

আপডেট: March 16, 2024 |
inbound2970502313639744631
print news

আসাদুর রহমান, কুষ্টিয়ার প্রতিনিধ: গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামে বাড়িঘর ভাঙচুরের সংবাদ সংগ্রহকালে ছয় সাংবাদিকের উপর হামলা,ক্যামেরা ও বুম ভাঙচুরের প্রতিবাদে ও হামলায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (১৬ মার্চ) দুপুর ১২.০০ টায় কুমারখালী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুমারখালী প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের সহ-সভাপতি মাহমুদ শরীফ,মনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ।

পরে কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমীর কর্মসূচির সমাপনী বক্তব্যে পাবনার সাঁথিয়ায় সাংবাদিকদের উপর হামলাকারীদের মধ্য ইতিমধ্যে দুইজনকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বাকি আসামীদের দ্রুত গ্রেফতার করার দাবী রেখে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।

এসময় মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যদের উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বিজয় টিভির তানভীর লিটন,এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি পুলক সরকার,দৈনিক আমার সংবাদের মাসুদ রানা, কুষ্টিয়ার খবরেকুমার নয়ন শেখ, আনন্দ টিভির মুস্তাফিজুর রহমান রিগান, উপজেলা প্রেস ক্লাব কুমারখালী সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি ফরহাদ আমির টিপু, দৈনিক লাখোকণ্ঠের সামরুজ্জামান (সামুন), সময়ের কাগজের শাহীন বিশ্বাস,দৈনিক দেশ পত্রিকার খাইরুল ইসলাম সবুজ,সিনিয়র সাংবাদিক আহমেদ,দৈনিক নওরোজের আবু তালহা রাসেল, দৈনিক সোনালী খবর এর রফিকুল ইসলাম রফিক,কুষ্টিয়া দিগন্তের সুমন পারভেজ,মিরর অব বাংলাদেশের মিজানুর রহমান,দেশের বাণীর সবুজ হোসেন,বাংলাদেশের আলোর এম,আর শাহীন, মাই টিভির ক্যামেরা পার্সন মোঃ রবিন, চ্যানেল এস এর ক্যামেরা পার্সন সাব্বির হোসেন, সাংবাদিক লিটন,বিজয় টিভির ক্যামেরা পারসন ফাহিম মুনতাসীরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে গত বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামে বাড়িঘর ভাঙচুরের সংবাদ সংগ্রহ করতে যান বেশ কয়েকজন সাংবাদিক।তারা ঘটনাস্থলে গিয়ে ভাঙচুরকৃত ঘর-বাড়ির ছবি তোলার সময় সাংবাদিকদের বাধা দিয়ে তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন দুই ভাই নাসির ও হেলাল।

তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি বলে দাবি ভুক্তভোগী সাংবাদিকদের।

Share Now

এই বিভাগের আরও খবর