সিংগাইরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে নিহত ১

আপডেট: March 16, 2024 |

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে মহাসড়কে বাসের ধাক্কায় প্রাণ গেল সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মীর সাব্বিরের।

শনিবার (১৬ মার্চ) দুপুর ২টায় নামাজে জানাজা শেষে সাব্বিরের মরদেহ নিজ গ্রাম উপজেলার ধল্লা মধ্যপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

নিহত মীর সাব্বির ওই গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ( ১৫ মার্চ) বিকেলে উপজেলার ফোর্ডনগর বিল্লাল একাডেমী মাদরাসা থেকে ছোট ভাইয়ের সাথে দেখা করে পার্শ্ববর্তী গাজিন্দা গ্রামের বন্ধু রানার মোটরসাইকেলে চড়ে সাভারে ঘুরতে যায়।

ঢাকা- আরিচা মহাসড়কের গেন্ডা বাসস্ট্যান্ডের ইউটার্নে সন্ধ্যা ৭ টার দিকে তাদের মোটরসাইকেলকে পেছন দিক থেকে আসা রাজধানী নামের একটি যাত্রীবাহী বাস ধাক্কা মারে।

এ সময় সড়কের আইল্যান্ডের সাথে লেগে চালক রানার হাত পা ভেঙ্গে যায়। অপরদিকে, মোটরসাইকেলের পেছনে বসে থাকা মীর সাব্বির গুরুতর আহত হয়।

পরে দুজনকেই সাভারস্থ এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সকাল ৭ টার দিকে মীর সাব্বির মারা যায় । ঘাতক বাসটিকে সাভার হাইওয়ে থানা পুলিশ আটক করেছে । নিহতের পরিবারে বইছে মাতম ।

Share Now

এই বিভাগের আরও খবর