সিংগাইরে পরিমল হত্যাকান্ডে ৫ জন গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড আবেদন

আপডেট: March 17, 2024 |

সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে পরিমল রাজবংশী(২৮) হত্যায় জড়িত সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি ও জাইল্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছেন।

শনিবার ( ১৬ মার্চ) গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, হত্যার রহস্য উদঘাটনে মোবাইল কল লিস্টের সূত্রধরে হত্যাকান্ডে জড়িত সন্দেহে উপজেলার চারিগ্রামের ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- উপজেলার দাশেরহাটি গ্রামের মুন্নাফ দেওয়ানের ছেলে মো. চপল দেওয়ান ওরফে এন্টু দেওয়ান (৩৩), উত্তর জাইল্যা গ্রামের মৃত এহিয়া খানের ছেলে সেন্টু খান ওরফে বনু (৩৮), দাশেরহাটি গ্রামের ডংকু মিয়ার ছেলে রাজিব মিয়া(৩৩), চারিগ্রামের সুরেশ ঘোষের ছেলে তপু ঘোষ (২০) ও মোক্তার হোসেনের ছেলে লিমন হোসেন (২১)।

এর আগে শনিবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের উত্তর জাইল্লা গ্রামের চন্দ্র মোহন রাজবংশীর ছেলে পরিমল রাজবংশী নিখোঁজ হন। পরিমলের মা মিনা রানী রাজবংশী বাদি হয়ে মঙ্গলবার (১২ মার্চ) সকালে সিংগাইর থানায় হারানো জিডি করেন ।

ওই দিনই সন্ধ্যার দিকে বাড়ির অদূরে সমবায় কিন্ডার গার্ডেন নামের স্কুল সংলগ্ন খরের গাদার ভেতরে পরিমলের লাশের সন্ধান মিলে । খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে। ওইদিন রাতে নিহতের পিতা চন্দ্র মোহন রাজবংশী বাদী হয়ে প্রতিবেশী মরন রাজবংশীর ছেলে রামু রাজবংশীর নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ ৫ দিন পেরিয়ে গেলেও এজাহারভুক্ত মূল আসামী রামুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে অন্য একটি সূত্রের দাবি, পরকীয়া প্রেমঘটিত কারণে পরিমল খুন হতে পারে ।

এ ব্যাপারে সিংগাইর থনার ওসি মোঃ জিয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের রিমান্ড মন্জ্ঞুর হলে তাদের জিজ্ঞাসাবাদে হত্যার রহস্য উদঘাটিত হবে। এজাহারভু্ক্ত প্রধান আসামি রামুকে গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে বলেও তিনি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর