শীর্ষস্থানে লিভারপুল

আপডেট: April 5, 2024 |
boishakhinews 10
print news

 

পয়েন্ট টেবিলের তলানির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে সহজ জয় পেয়েছে লিভারপুল। বৃহস্পতিবার রাতে তারা ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ডকে। এই জয়ে এক ম্যাচ পরেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আবার দখলে নিলো অলরেডরা।

৩০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৭০ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৬৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে দ্বিতীয় স্থানে। আর ৬৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে তৃতীয় স্থানে। ৩০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে শেফিল্ড যথারীতি টেবিলের তলানিতেই অবস্থান করছে। রেলিগেশন এড়াতে অন্তত ৭ পয়েন্ট দরকার তাদের।

ঘরের মাঠ অ্যানফিল্ডে এদিন ১৭ মিনিটেই গোল পেয়ে যায় লিভারপুল। এ সময় ডারউইন নুনেজ বাম পায়ের শটে গোল করে এগিয়ে নেন দলকে। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্গেন ক্লপের শিষ্যরা।

বিরতির পর ৫৮ মিনিটে কর্নোর ব্র্যাডলি আত্মঘাতী গোল করলে ম্যাচে সমতা ফেরে। ৭৬ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করে আবার এগিয়ে নেন লিভারপুলকে। তাকে গোলে সহায়তা করেন লুইস দিয়াজ। আর ৯০ মিনিটে কোডি গাকপো হেডে গোল করে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। ক্রসে তাকে গোলে সহায়তা করেন অ্যান্ডি বরার্টসন।

Share Now

এই বিভাগের আরও খবর