আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন সাইমন হ্যারিস

আপডেট: April 10, 2024 |

আয়ারল্যান্ডের পার্লামেন্ট সাইমন হ্যারিসকে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) পার্লামেন্টে এক ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মাত্র ৩৭ বছর বয়সী হ্যারিস আয়ারল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন। ভোটাভুটিতে ১৬০ জন এমপির মধ্যে ৮৮ জন হ্যারিসের পক্ষে ভোট দিয়েছেন। বিপক্ষে ভোট পড়েছে ৬৯টি।

ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক বৈঠককালে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করার একদিন পরই রহস্যজনকভাবে পদত্যাগের ঘোষণা দেন সাবেক প্রধানমন্ত্রী লিও ভারাদকার। তার স্থলাভিষিক্ত হলেন সাইমন হ্যারিস।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে আমি মনোনয়ন নিয়েছি। আপনারা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার সম্মানে আমি যা করতে পারি, তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তার প্রার্থিতা সমর্থনকারী জোট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হ্যারিস বলেন, তিনি ঐক্য ও সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার চেতনায় নেতৃত্ব দিতে চান।

হ্যারিসের আগে ভারাদকারই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন। ভারাদকার ৩৮ বছর বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর