কেন্দুয়ায় রাতের আধারে কৃষকের কাঁচা ধান কাটল দুবৃত্তরা  

আপডেট: April 15, 2024 |

মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি:  নেত্রকোনার কেন্দুয়ায় রাতের আঁধারে আবুল কালাম বাঙালি নামে এক কৃষকের ১০ শতক ক্ষেতের কাঁচা ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার  (১৪ এপ্রিল ) রাতে উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে। কৃষক আবুল কালাম বাঙালি জানান, তিনি এবার ১০ শতক জমিতে ধান চাষ করেছেন। এরই মধ্যে ধান গাছগুলো বড় হচ্ছিল। রাতের কোনো এক সময় কে বা কারা পুরো জমির কাঁচা ধান গাছের মাথা কেটে দিয়েছে।

তিনি আরো বলেন, আমি সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন স্যারের সাথে কথা বলে কাটা ধান নিয়ে দেখা করতে যাচ্ছি এবং থানায় অভিযোগ জানাব। মাসকা ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালি  বলেন, এমন ঘটনা খুবই দুঃখজনক। এর আগেও ওই কৃষকের অনেক ক্ষতি করেছে দুবৃত্তরা।

কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, এ বিষয়ে ভুক্তভোগী কৃষক থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর