পাঁচ উইকেট শিকারেও নিজের প্রতি সন্তুষ্ট নন নাসুম
ভারতে অনুষ্ঠিত ২০২৩ বিশ্বকাপের পর নাসুম আহমেদ যেন আড়ালে। জাতীয় দল ঘরে-বাইরে নিউ জিল্যান্ড সিরিজ, শ্রীলঙ্কা সিরিজ খেললেও এই স্পিনার ছিলেন বিবেচনার বাইরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিলেন সাদামাটা, চলমান ঢাকা প্রিমিয়ার লিগও ঠিকঠাক যাচ্ছিল না, তবে লিগ পর্বের শেষ রাউন্ডে এসে নিয়েছেন ফাইফার।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই স্পিনার ফাইফারের প্রতিক্রিয়ায় জানিয়েছেন অনেক ক্ষুধা থেকে উইকেটগুলো নিয়েছেন তিনি, তবে তার পেট ভরেনি এখনো অর্থাৎ পাঁচ উইকেট শিকারেও নিজের প্রতি সন্তুষ্ট নন নাসুম।
‘অনেক দিন ধরে একটা ক্ষুধা নিয়ে ছিলাম। উইকেটের ক্ষুধা নিয়ে ছিলাম। ১-২টা করে পেতাম। কিন্তু প্রথম চার ম্যাচে মনে হয় আমি ২টা উইকেটে পেয়েছি। অনেক ইয়ে ছিল তারপর বোলিংয়ের তালিকা যখন দেখতাম, একদম তলানিতে আছি… তো অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম আমি যে, একটা ম্যাচ ক্লিক করব ইনশাআল্লাহ্।’
তবে ক্ষুধা এখনো কমেনি নাসুমের, তাইতো রাখঢাক না রেখে বলে দিলেন, ‘পেট ভরেনি এখনও।’
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাত্র ২২ রান দিয়ে পাঁচ উইকেট নেন নাসুম। ৯৩টি লিস্ট এ ম্যাচের ক্যারিয়ারে এটি নাসুমের সেরা বোলিং ফিগার। এর আগে ৪৯ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। সব মিলিয়ে উইকেট সংখ্যা ১২২টি।
চলতি আসরে ১১ ম্যাচে ১৮ উইকেট নিলেও নাসুম ছন্দে ফিরেছেন কী এখনো বুঝতে পারছেন না, ‘এখনও রিদমে ফিরে এসেছি কিনা, বুঝতে পারছি না। ৫টা ম্যাচ রয়ে গেছে। আমি সবসময় চেষ্টা করি, সেটাই চালিয়ে যাচ্ছি। ডটবল করা, যত কম রান দেওয়া যায়। পাওয়ার প্লে’তে ব্যাটসম্যানের বিপক্ষে আমি চ্যালেঞ্জ নিতে চাই না। একটা জায়গায় বল করতে চাই, যতটুকু আটকানো যায়।’
নিজের বোলিং আগে যেমন ছিল এখনো তেমনই রেখেছেন নাসুম। ঘটাননি পরিবর্তন। নতুন স্পিন কোচ মুশতাক আহমেদের কাছ শিখতে চান তিনি, ‘অবশ্যই (মুশতাক আহমেদের থেকে) শেখার চেষ্টা তো থাকবে। আমি আসলে উনার সম্পর্কে তেমন কিছু জানি না। যখন কাজ করব, তখন বুঝতে পারব। আমিও আমার সমস্যাগুলো উনার সঙ্গে শেয়ার করব। উনার কাছ থেকে ভালো কী নেওয়া যায়, সেটা… নতুন কোচের সঙ্গে কাজ শুরু করি, তারপর উনাকেই বলবোনে (কী শিখতে চাই)।’
প্রশংশা করেছেন উইকেট নিয়েও, ‘উইকেট আগের চেয়ে অনেক ভালো হয়েছে। বোলারদের দিকে ৪০ শতাংশ আছে, ব্যাটসম্যানদের দিকে ৬০ শতাংশ। এমন পরিস্থিতিতে অবশ্যই আত্মবিশ্বাস বেশি আসে। আজকে পারফর্ম করেছি। পরের ম্যাচে আরও ভালো আত্মবিশ্বাস নিয়ে শুরু করতে পারব আবার।’