খোকসায় দুই হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

আপডেট: April 29, 2024 |
inbound3225635747148483265
print news

আসাদুর রহমান, কুষ্টিয়া প্রতিনিধি: অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করা ও কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ দিতে ব্যর্থ হওয়ায় দুই হোটেল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার দুপুরে ১টার দিকে কুষ্টিয়ার খোকসা বাজারে পদ্মা সুইট হোটেল এন্ড রেষ্টুরেন্ট ও বাসস্ট্যান্ডে ফজলুরর ভাতের হোটেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। আদালত প্রত্যেক হোটেল মালিককে জরিমানা করে।

অস্বাস্থ্যকর পরিবেশের কারনে আদালত পদ্মা সুইট হোটেল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে খোকসা বাসস্টান্ডে ফজলু হোটেলে মিষ্টির প্যাকেটের ওজন বেশী থাকায় তাকেও ৫ হাজার টাকা জরিমানা করে আদালত।

অভিযান পরিচালনা শেষে ফজলু হোটেলের মালিক সাংবাদিকদের ডেকে বলেন, আমার হোটেলের স্বাস্থ্যগত পরিবেশ ভালোছিল এবং আমার হোটেলের ট্রেড লাইসেন্স সহ সবকিছু ঠিক ছিল।

আমার হোটেলের কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার সার্টিফিকেট কারো আছে কিনা আমার জানা নেই আর আমার হোটেলে শুধু জরিমানা করল কোথাও করল না কেন আমি এর উত্তর দেবেন

Share Now

এই বিভাগের আরও খবর