ঠাকুরগাঁওয়ের প্রায় ৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট: May 25, 2024 |
inbound2875086426346554491
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুকুরে পাহাড় বাধার সময় প্রায় ৩৪ কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছেন ইয়াছিন আলী নামে এক ব্যবসায়ী। পরে খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।

শনিবার (২৫ মে) সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানে পুকুরের পাহাড় বাধার সময় এ মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বহু পুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, এটার ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম।শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে আমার চাচা ইয়াসিন আলী প্রথমে দেখতে পান, পরে আমাদেরকে খবর দিলে আমরা পুলিশকে খবর দেয় । পরে পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর