হজ করতে সৌদি পৌঁছেছে ৪৫ হাজার হজযাত্রী

আপডেট: May 27, 2024 |
inbound2590836111717850308
print news

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সোমবার (২৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজবিষয়ক প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৪১ হাজার ২৯৬ জন।

বাংলাদেশ থেকে ১১৩টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৩টি, সৌদি এয়ারলাইনসের ৩৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৪টি ফ্লাইট পরিচালনা করে।

এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৩২৩ জন আর বেসরকারিভাবে ৭৮ হাজার ৮৯৫ জন হজে যাবেন। এসব হজযাত্রীর সঙ্গে গাইড হিসেবে যাবেন ১ হাজার ৮৯৯ জন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

Share Now

এই বিভাগের আরও খবর