বিশ্বকাপে খারাপ খেললেও দর্শকদের পাশে চান শান্ত

আপডেট: May 29, 2024 |
inbound556120948354684930
print news

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। সেই আসরে বাংলাদেশ দলকে নিয়েও প্রত্যাশা কম নয় সমর্থকদের। বিশ্বকাপে নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও খারাপ সময়ে দর্শকদের পাশে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বুধবার (২৯ মে) সকালে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে বিশ্বকাপ নিয়ে নিজের ভাবনার কথা জানান শান্ত।

এসময় বিশ্বকাপে দলের লক্ষ্যের কথা জানিয়ে শান্ত বলেন, ‘প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার। সেটা যদি হয় বিশ্বকাপের মতো মঞ্চ, তাহলে সেটা আরও গর্বের একটা বিষয়। বিশ্বকাপের সময়টাকে উপভোগ করতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই।

অধিনায়ক হওয়ার ফলে দায়িত্ব বেড়ে গেছে, এইভাবে চিন্তা করতে চাই না। প্রতিটা দিন দলকে যাতে কিছু একটা দিতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে। ’

শান্ত আরও যোগ করেন, ‘ফলাফল কি হবে, সেটা নিয়ে চিন্তা করাটা বাড়তি চাপ মনে হয়। নিজের কাজটা ঠিকঠাক করতে চাই।

দলের হয়ে অবদান রাখতে চাই। আর দেশে-বিদেশে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ যেভাবে সমর্থন করে, সেটা আমাদের জন্য অনুপ্রেরণার।

বিশ্বকাপের সময় দর্শকদের কাছে একটাই চাওয়া, যদি আমরা কোনো খারাপ পরিস্থিতিতে পরি, তবুও যেন তারা দলের পাশে থাকে এবং সমর্থন করে। ’

Share Now

এই বিভাগের আরও খবর