ঈদ উপলক্ষে গাজীপুরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় উদ্বোধন


মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে পবিত্র ঈদ উল আযাহা উপলক্ষে জেলা প্রশাসন, গাজীপুরের সহায়তায় গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতি উদ্যোগে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমে উদ্বোধন করা হয়েছে।
গাজীপুর মহানগরের টঙ্গী বাজার গোল চক্কর এলাকায় সকালে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক বলেন, নগরের বিভিন্ন স্থানে স্থাপিত এসব পণ্য বিক্রয় কেন্দ্র থেকে সকল ধরনের জনগণ সহজেই চিনি, ভোজ্য, চিনিগুড়া চাউল, প্যাকেট আটাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করতে পারবেন।