হরিপুরে জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

আপডেট: June 5, 2024 |
inbound838447563924905850
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশানগাঁও ব্লকে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান-১০০ জাত উৎপাদন ও ফসল কর্তন শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জুন) বিকাল চারটায় Better crops, Better Nutrition এই শ্লোগানে ধারণকৃত দাতা সংস্থা “হার্ভেস্ট প্লাস” এর সহযোগিতায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

এর আগে ওই গ্রামের প্রদর্শনী প্লট পরিদর্শন ও এক কৃষকের সিংহ ভাগ জমির ধান কর্তন এবং মাড়াই করে ফলন পরীক্ষা করা হয়। তাতে ৩৩ শতাংশের একবিঘা জমিতে ফলান পাওয়া যায় ২৫ মণ। পরে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরডিআরএস এর টেকনিক্যাল অফিসার (কৃষি) শাহিনুর ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী মো. দেলোয়ার হোসেন।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী মোবাশ্বেরুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল কৃষি ও পরিবেশ কর্মকর্তা রবিউল ইসলামসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিগণ মাঠ দিবসে মানবদেহে জিংকের গুরুত্ব, বঙ্গবন্ধু ধান-১০০ উৎপাদন, প্রদর্শনীর ফলাফল প্রদর্শন, কৃষকদের প্রযুক্তি বিস্তার উদ্বুদ্ধ করণ, চাষাবাদ, রোগ বালাইসহ নানা দিক তুলে ধরে উপস্থিত শতাধিক কৃষক-কৃষানীর মাঝে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, জিংক মানব দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান যা মানুষের শরীরকে সুস্থ ও স্বাভাবিক রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যকরী পুষ্টি সমৃদ্ধ উপাদান।

বাঙ্গালীরা যেহেতু ভাত খেতে বেশি পছন্দ করে সেইদিক বিবেচনা করে গবেষকগণ ভাতের মাধ্যমে জিংক মানবদেহে কিভাবে প্রবেশ করানো যায়, কিভাবে লিংকের ঘাটতি পূরণ করা সম্ভব, সেই চিন্তা ভাবনা করে জিংক সমৃদ্ধ বিভিন্ন জাতের ধান উদ্ভাবন করেছেন।

সেজন্য উপস্থিত সকল কৃষক-কৃষাণীরদেরকে জিংক সমৃদ্ধ ধান বেশি বেশি করে আবাদ করার জন্য আহ্বান জানানো হয়।

Share Now

এই বিভাগের আরও খবর