সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সদস্য সংগ্রহ ও আলোচনা সভা

আপডেট: June 8, 2024 |
inbound7393581776146103233
print news

সোহরাওয়ার্দী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত “প্রাক্তন শিক্ষার্থী ফোরাম”।

সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থী কতৃক আয়োজিত   “প্রজন্মের ভাবনায়, আগামীর বাংলাদেশ”  শীর্ষক আলোচনা সভায় আয়োজন করা হয়েছে।

পাশাপাশি সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। প্রথমে স্বাগতিক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম জাবেদ।

শুক্রবার (৭ জুন) দুপুর ২ টায় রাজধানীর পুরান ঢাকার স্টার হোটেলে আহবায়ক শফিকুল ইসলামের জাবেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে আমরা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ পড়াশোনা করেছি।

শিক্ষা জীবনে দীর্ঘ সময় এক সঙ্গে থেকেছি। আড্ডা দিয়েছি, গল্প করেছি। পুরান ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। পড়াশোনা শেষ করে কয়েক বছর একে অপরের সঙ্গে দেখা হয়নি।

আজকের এই আয়োজন নতুন করে পুরোনো বন্ধুদের সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিয়েছে। আমরা উচ্ছ্বাসিত- আনন্দিত। মিলনমেলার মাধ্যমে আমরা নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব-সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন ঝালাই করে নিচ্ছে।

যাতে করে বিপদাপদ একে অপরের পাশে দাড়াতে পারি। সহযোগিতার হাত বাড়াতে পারি। আমরা এই সংগঠনের মাধ্যমে গরীব শিক্ষার্থীদের এবং দেশের যেকোন ক্রান্তিলগ্নে সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াবো।

এসময় বক্তারা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে শান্তি-সম্প্রীতি ও মানবিক রাষ্ট্র। প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ। এজন্য মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তির কোনো বিকল্প নেই। স্মার্ট দেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করবো।

এসময় উপস্থিত ছিলেন,  সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের প্রাক্তন শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক
শফিকুল ইসলাম জাবেদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন রাজিব, সময়ের আলোর সিনিয়র সাংবাদিক সমীরণ রায়, বৈশাখী নিউজ২৪ ডট নেট এর সম্পাদক মো:ইউসুফ হাওলাদার, মোঃ সাইফুল ইসলাম, কাওসার হক, সোহেল রানা, রেজাউল করিম, সালাউদ্দিন শিকদার, অসীম কুমার বেপারী, নূর আলম আকাশ, রাহাত হুসাইন,  রিপন মোল্লা, রাসেল ফরাজী, কামরুল হাসান কাকন, সোহেল মিয়াজী, আরিফুর রহমান, এ,এফ সাফায়েত জামিল, ইউনুসর রহমান, কামাল মিয়াসহ বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর