যাত্রা শুরু হলো নৃত্যপটের

আপডেট: June 8, 2024 |
Messenger creation c771b7a9 567b 4c83 8fef 18a669e51605
print news

পুরান ঢাকায় শিল্প ও সংস্কৃতিকে আরো বেগবান করতে যাত্রা শুরু করলো ‘নৃত্যপট’। নৃত্যপট কাজ করবে গান এবং নাচ নিয়ে।

দীর্ঘ বছর ধরে যারা সংস্কৃতি অঙ্গনে নিজেদের অবদান রেখে চলেছেন এমন কিছু সংস্কৃতি প্রেমীদের নিয়ে আজ পুরান ঢাকার কায়েৎটুলী এলাকায় আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে।

নতুন এই সংগঠনের পরিচালনা জন্য একটি কমিটি গঠন করা হয়।

মূলত ২০২২ সালের ১৬ই ডিসেম্বর যাত্রা শুরু করেছিল নাচের এই সংগঠনটি। আজ পূর্ণাঙ্গ কমিটি গঠনের মধ্য দিয়ে পরিপূর্ণতা লাভ করলো।

সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রনজু আহমেদ এবং সাধারণ সম্পাদক আইরিন পারভীন মুক্তা।

সংগঠনের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মঈন উদ্দিন আহমেদ, মাহমুদ আলম বাড্ডু, জি. এ. ওসমান বাবুল, তাসনিম খানম, সহ-সাধারন সম্পাদক নাজমা লাকী, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজ, সহ-সাংঠনিক সম্পাদক আসিফ বাবু, দপ্তর সম্পাদক সাঈদ আহমেদ, অর্থ সম্পাদক শিমুল রানা, সহ-অর্থ সম্পাদক ইয়ামান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, অনুষ্ঠান সম্পাদক আদারিকা আফরিন, নির্বাহী সদস্য গোলাম জিলানী, শিমুল ওসমানী, আমিনুল ইসলাম সুমন, শাহাদাত হোসেন, আনিকা সুস্মিতা।

নতুন সভাপতি রনজু আহমেদ বলেন, আকাশ সংস্কৃতি ও মোবাইলে আসক্তির হাত থেকে ভবিষ্যৎ প্রজন্ম কে রক্ষা করতে এবং দেশীয় সংস্কৃতি চর্চা ধারা অব্যাহত রাখতে কাজ করবে নৃত্যপট।

Share Now

এই বিভাগের আরও খবর