র‍্যাবের যৌথ অভিযানে হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

আপডেট: June 12, 2024 |
inbound7258795251255178338
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা সদরের মোঃ আলী হাসন (৩২) হত্যা মামলার এজহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার(১১ জুন) দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১ পোড়াবাড়ীর যৌথ অভিযানে কোনাবাড়ী থানা এলাকা থেকে আলী হাসান হত্যা মামলার এজহারনামীয় আসামী মোঃসম্রাট সওদাগর(২৩) ও তার স্ত্রী মোছাঃ লিপি বেগম(১৯) নামে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী সম্রাট সওদাগর বগুড়া সদর থানাধীন শহরদিঘী গ্রামের মৃত সিরাজ সওদাগরের ছেলে এবং লিপি বেগম গ্রেফতারকৃত সম্রাটের স্ত্রী।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন আজ দুপুরের পর এক প্রেস রিলিজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব বগুড়ার প্রাঠানো প্রেস রিলিজে বলা হয়, গত ১৫ মে ২০২৪ তারিখে বগুড়া জেলার সদর থানাধীন মালগ্রাম শান্তিনগর একালার মোঃ আলী জিন্না(৫৪)বগুড়া সদর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেন যে,তার ছেলে আলী হাসান ও আসামী সবুজ তারা দুই বন্ধু।

কিছু দিন পূর্বে তার ছেলে হাসান আলী জেলা থাকায় তার বউয়ের সাথে সবুজ পরকিয়া প্রেমে লিপ্ত হয়।পরবর্তীতে তারা বিষয়টি আপোষ মিমাংসা করে পুনরায় এক সঙ্গে চলাফেরা করে।

এই সূত্র ধরে গত ১৪-৫-২০২৪ইং তারিখ সবুজ আলী হাসনকে কৌশলে তার বাড়িতে নিয়ে ধারালো চাকু দ্বারা আঘাত করে হত্যা করে।

উক্ত ঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগের প্রেক্ষিতে বগুড়া সদর থানার মামলা নং-৪৫ তারিখ ১৫/৫/২৪ ধার-৩০২/৩৬৪ পেনেল কোড-১৮৬০ রুজু হয়।র‍্যাব-১২ বগুড়া ওই মামলার তদন্তকারী কর্মকর্তার সহিত সমন্বয় করে ছায়াতদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রুজুকৃত হত্যা মামলার আসামী গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অবস্থান করছে।

এমান সংবাদের ভিত্তিতে ১১ জুন মঙ্গলবার দিবগত রাত ২০.৩০ ঘটিকায় র‍্যাব-১২ বগুড়া ও র‍্যাব-১গাজীপুর পোড়াবাড়ী যৌথ অভিযানে জিএমপি’র আওতাধীন কোনাবাড়ী ফ্রাইওভারের নীচে অভিযান পরিচালনা করে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আসামী সম্রাট ও তার স্ত্রী লিপির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য -এর আগে গত সোমবার (১০জুন ২০২৪) ওই হত্যা মামলায় মোছাঃসিল্কী বেগম(৫২)স্বামী মৃত সিরাজ সওদাগর নামে আরও এক আসামীকে গ্রেফতার করে র‍্যাব।

Share Now

এই বিভাগের আরও খবর